Online Desk: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ ২৮দিন। প্রায় এক মাস হতে চলল। এখনও যুদ্ধ অব্যাহত। এবার যুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। অভিযোগ করেছে ইউক্রেন।
ইউক্রেনে লাগাতার চলছে গোলাবর্ষণ। সংঘর্ষের জেরে দিনদিন বাড়ছে মৃত্যু সংখ্যা। রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও পর্যন্ত ৯২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৭৫ শিশুও রয়েছে। আহতের সংখ্যা ১,৪৯৬। প্রকৃত মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। এদিকে, মারিউপোল শহরকে ঘিরে ফেলেছে রুশবাহিনী। লাগাতার বোমাবর্ষণে গুঁড়িয়ে দিয়েছে স্কুল, থিয়েটার, আবাসন, ধর্মস্থান। শহরে আটকে রয়েছে কমপক্ষে এক লক্ষ মানুষ। এমনটাই দাবি স্থানীয় প্রশাসনের। কিছুক্ষণ পরপর ক্ষেপণাস্ত্র বা গোলা আছড়ে পড়ছে সেখানে। বিদ্যুত্, জল, খাবার, ওষুধের অভাব দেখা দিয়েছে শহরে।
আরও পড়ুন : মারিউপোলে আটকে লক্ষাধিক মানুষ, খাবার-জলের হাহাকার