কিয়েভ: ফের ইউক্রেনে(Ukraine) যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। পুতিন সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নিরাপদে ইউক্রেন ছেড়ে বেরিয়ে যেতে পারেন, সেকারণে মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিয়েভ, চেরনিভ, সুমি, খারকিভ, মারিউপোল, জাপোরিজ্জিয়ায় ইউক্রেনীয়দের পাশাপাশি আটকে পড়েছেন অন্য দেশের নাগরিকরাও। তাঁরা যাতে ইউক্রেন ছেড়ে নিরাপদে প্রতিবেশী দেশগুলিতে চলে যেতে পারেন সেকারণে বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
এদিকে, রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেন। কিয়েভ, খারকিভ, সুমির মতো শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বুধবার ১৪ তম দিনে পরিণত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দুর্দশা দেখে রীতিমতো ক্লান্ত ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি(Zelensky)। মঙ্গলবার রাতে তাঁর কথায় তেমনই আভাস মিলেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন, ন্যাটো গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য তাঁর দেশ উৎসাহ দেখিয়েছিল। তা থেকে আপাতত তাঁরা পিছিয়ে আসছেন। যুদ্ধ থামাতে আলোচনায় বসতে রাজি ইউক্রেন। সেই সঙ্গে জেলেনস্কি জানান, তিনি বুঝে গিয়েছেন, ন্যাটো রাশিয়াকে চটাবে না। তাই ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে তিনি কোনও জোর করবেন না। শুধু তাই নয় রুশপন্থী দু’টি এলাকা-ডোনেৎস্ক ও লুহানস্ক নিয়েও সমঝোতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি।