মস্কো: জাপানের কাছে কুরিল দ্বীপে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া (Russia)। রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে টোকিওর উত্তর অঞ্চল বলে দাবি করে জাপান। ওই অংশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত সৈন্যরা জাপানের কাছ থেকে দখল করে। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে তাই দুই দেশের মধ্যে বিবাদ। রাশিয়া জাপানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনা প্রত্যাহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, কুরিল দ্বীপে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: King Charles III | রাজা চার্লসকে ডিম ছুড়ে গ্রেপ্তার ১