ডিজিটাল ডেস্ক : যুদ্ধ করে একের পর এক সুযোগ হারাচ্ছে রাশিয়া। এবার ইউক্রেনের ওপর আক্রমণের কারণে রাশিয়াকে ফিফা এবং উয়েফা নিষিদ্ধ ঘোষণা করেছে। যার ফলে আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ইউরোপের কোন ফুটবল প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে পারবেনা রাশিয়া বলে জানা গিয়েছে। যদিও খেলার দাবী নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া কোর্টে গিয়েছিল পুতিনের দেশ, কিন্তু সেখানে তাঁদের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তবে বিশ্বকাপে খেলার আশা এখনও ছাড়েনি রাশিয়া। এবং আন্তর্জাতিক আদালতে রাশিয়া ফুটবল ইউনিয়ন রীতিমত লড়াই চালাচ্ছে ফিফার বিরুদ্ধে। যেহেতু ফিফা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ওপর, তাই কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করতে পারছে না রাশিয়া। কার্যত ইউক্রেনের ওপর হামলার জন্য পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের মতন দেশগুলি রাশিয়ার সাথে কোনমতেই খেলতে রাজি নয়। পাশাপাশি তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে ফিফা। এই পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার জন্য রাশিয়া কি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার।
দশে দশ | 16.08.2022
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more