Online Desk: খারকিভে নিহত ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর তদন্ত করবে রাশিয়া। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানান, ওই পড়ুয়ার মৃত্যুর তদন্ত করবে তাঁর দেশ। তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, যে এলাকায় যুদ্ধ তীব্র হয়ে উঠেছে, সেখানে ভারতীয়রা যাতে নিরাপদে থাকেন সে চেষ্টাও করা হবে।
প্রসঙ্গত, খারকিভে লাগাতার বোমাবর্ষণে মঙ্গলবার মৃত্যু হয় মেডিকেল পড়ুয়া নবীন শেখরাপ্পা জ্ঞানগউধরের। নবীন কর্ণাটকের বাসিন্দা ছিলেন। খারকিভে মেডিকেল পড়তে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন নবীন। সেইসময় বোমাবর্ষণে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : ইউক্রেনে দ্বিতীয় ভারতীয় পড়ুয়ার মৃত্যু