উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। শেষে দেশ ছেড়ে পালিয়ে ভারতে (India) এসে বিয়ে সারলেন প্রেমিক যুগল। রাশিয়ার যুবক সের্গেই নোভিকার প্রেমে পড়েছিলেন ইউক্রেনের যুবতী ইলোনা ব্রামোকা। কিন্তু প্রেমের পরিণতি হিসেবে বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল দু’দেশের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি। তাই নিজেদের প্রেমকে পরিণতি দিতে রাশিয়া ও ইউক্রেন থেকে প্রেমিক যুগল পালিয়ে আসেন ভারতে।
জানা গিয়েছে, তাঁরা দু’জন বিয়ের পরিকল্পনা করতেই দু’দেশের মধ্যে যুদ্ধ বেধে যায়। এই পরিস্থিতিতে নোভিকা ও ব্রামোকা বুঝতে পারেন, এখন বিয়ে করার মতো পরিস্থিতি নেই, ভবিষ্যতেও হয়ত সম্ভব হবে না। অবশেষে তাঁরা এই সিদ্ধান্ত নেন। হিমাচল প্রদেশের ধরমশালার রাধাকৃষ্ণ মন্দিরে তাঁরা বিয়ের সারেন। পাত্রের সঙ্গে স্থানীয় মানুষজন, বরযাত্রীর মতো ডিজে বাজিয়ে, নাচ-গান করতে করতে হাজির হয়। যে যার মতো পোশাক পরে মন্দিরে গেলেও সেখানে পুরোপুরি ভারতীয় বর-কনের সাজে সাজানো হয়। ব্রামোকার মাথা ঢেকে দেওয়া হল লাল চেলিতে। আর নোভিকার গায়ে উত্তরীয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণে তাঁরা সাত পাক ঘোরেন তাঁরা। পরে অবশ্য গির্জায় গিয়ে নিজেদের ধর্মমতে বিয়ে করেন দুজনে। নোভিকা-ব্রামোকার বিয়েতে পেট পুড়ে খেলেন ধরমশালার বহু মানুষ। দুই বিদেশির বিয়েতে মেতে উঠেছেন ধরমশালার মানুষজন।
আরও পড়ুন : কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের পদক নিশ্চিত করলেন তুলিকা মান