ডিজিটাল ডেস্ক : শুরুর পর থেকে অনেকগুলো দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো বন্ধ হয়নি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে পাশাপাশি রাশিয়া কিন্তু এখনো পর্যন্ত ইউক্রেন দখলও করতে পারেনি। এই অবস্থায় ইউক্রেনীয় স্নাইপারের হাতে এবার রুশ সেনাবাহিনীর কুখ্যাত সেনা সদস্য ভ্লাদিমির আন্দোনভ খতম হয়েছেন বলে জানা যাচ্ছে। কার্যত ভ্লাদিমির আন্দোনভকে ‘The Executioner’ বলে ডাকা হত। প্রসঙ্গত, তিনি যেভাবে সিরিয়া এবং লিবিয়া যুদ্ধ চলাকালীন নৃশংস হত্যা লীলা চালিয়েছেন, তার জন্যই তাঁকে এরকম নাম দেওয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ান সংবাদমাধ্যম ও রাশিয়ার সামরিক বাহিনীর তরফ থেকেও এই মৃত্যুর ঘটনাকে নিশ্চিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভ্লাদিমির আন্দোনভের মৃত্যু কার্যত রাশিয়ার কাছে বড় ধাক্কা বলেই একাংশের দাবি। এই মৃতুকে কেন্দ্র করে কি রাশিয়া কিছুটা দুর্বল হল? কবে থামবে রাশিয়া-ইউক্রেনের এই ভয়াবহ যুদ্ধ? একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
আরও পড়ুন : রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি নির্বাচিত সাবা করোসি