ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন(russia-ukraine) যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। রাশিয়া আক্রমণের ঝাঁঝ ক্রমাগত বাড়িয়ে তুলছে। এই অবস্থায় রাশিয়ার বোমাবর্ষণে আজ ইউক্রেনের জাপোজিরিয়া পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে গিয়েছে। কিন্তু এরপর যেটা হলো সেটা ভয়ঙ্কর। কারণ আগুন নেভানোর জন্য ইউক্রেনের উদ্ধারকারী দমকল কর্মীদের প্লান্টে প্রবেশ করতে দিচ্ছে না রুশ সেনা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আসরে নামতে হয়েছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন। জরুরি ভিত্তিতে আগুন নেভানো জন্য দম্মকলকর্মীদের প্রবেশের অনুমতি চাওয়া হচ্ছে। জাপোজিরিয়া পারমাণবিক কেন্দ্রের আগুন কিভাবে নেভানো যাবে, এখন সেটাই হয়ে উঠেছে সবথেকে বড় চিন্তার বিষয়।
আরও পড়ুনঃ এবার রুশ সেনার দখলে খেরসনের টিভি টাওয়ার