ডিজিটাল ডেস্ক : ঢাকা সফর শেষ করে বাংলাদেশ থেকে ভারতে ফিরে এলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ সফরে গিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এবং জানা যাচ্ছে, এই বৈঠকে ভারত – বাংলাদেশের যোগাযোগ যদি আরও বৃদ্ধি পায় তাহলে চট্টগ্রাম বন্দর খুলে দেওয়া হবে আসাম এবং ত্রিপুরার জন্য। দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক সফল বলেই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সেভাবে বিশেষ কিছু জানাতে পারেননি এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের উপর। ভারত-বাংলাদেশের এই দ্বিপাক্ষিক বৈঠক আগামী দিনে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার।
আরও পড়ুন : পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই, উত্তেজনা রাজধানীতে