তিরুবনন্তপুরম: উথরম উৎসবের জন্য সোমবার থেকেই খুলে যাচ্ছে শবরীমালা মন্দির। আগামী ২৮ মার্চ পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের দরজা।
Kerala: Sabarimala Temple opened for the 'Uthram festival' today morning. The temple will be open for devotees till 28th March. COVID19 negative certificate is mandatory for devotees visiting the temple pic.twitter.com/OwVO603VPm
— ANI (@ANI) March 19, 2021
- Advertisement -
তবে মন্দিরে প্রবেশের জন্য মানতে হবে সমস্ত করোনাবিধি। প্রবেশ করতে হলে দর্শণার্থীদের কাছে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট।
এরআগে ২০২০ সালে অক্টোবর ১৬ তারিখে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর খুলেছিল শবরীমালা মন্দিরের দরজা। করোনা পরিস্থিতির জেরে গত ২৪ মার্চ থেকে বন্ধ ছিল এই মন্দিরটি।