ডিজিটাল ডেস্ক: মোহনবাগান পৌঁছে গেছে এএফসি কাপের মূল পর্বে। জানা গিয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে এএফসির মূল পর্ব। মোহনবাগান এএফসির মূলপর্বে থাকতে চলেছে গ্রুপ ডি তে। মোহনবাগানের সাথে এই গ্রুপে রয়েছে গোকুলাম কেরালা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া এসআর। কার্যত গ্রুপ ডিতে মোহনবাগানের ফুটবলাররা কিন্তু অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া গ্রুপ ডি তে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে আগেও খেলেছে সবুজ-মেরুন। ১৮ ই মে এএফসির মূল পর্বে মোহনবাগান খেলতে চলেছে প্রথম ম্যাচ গোকুলাম এফসির বিরুদ্ধে। পরের ম্যাচ খেলবে ২১ শে মে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ হবে ২৪ শে মে মালদ্বীপের মাজিয়া এস আর এর বিরুদ্ধে। আপাতত রবিবার পর্যন্ত ছুটি কাটাচ্ছে মোহনবাগানের ফুটবলাররা। সোমবার থেকে শুরু হবে মাঠে প্রাকটিস। সব মিলিয়ে মোহনবাগান সমর্থকরা কিন্তু দলের শীর্ষে থাকা নিয়ে যথেষ্ট ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে স্পষ্ট মতবিরোধ, ব্যাপক জল্পনা