উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার দুপুরে সমস্ত লড়াই শেষ করে চিরঘুমের দেশের চলে গেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ভালোবাসার মানুষকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সব্যসাচী চৌধুরী। অভিনেত্রীর সমস্ত লড়াইয়ে তিনি সবসময় তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন। এবার তাঁর শেষযাত্রাতেও একা ছাড়েননি সব্যসাচী। পরনে কালো টি-শার্ট, উসকো খুসকো চুল, শোকে পাথর হওয়া চেহারা নিয়ে শেষ বিদায় জানিয়েছেন তিনি। শেষবারের মতো অভিনেত্রী কপালে চন্দন পরিয়ে, পা ছুঁয়ে প্রণাম করে ও চুম্বন এঁকে দিয়েছেন সব্যসাচী। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
দু’বার ক্যানসারকে জয় করে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিলেন টলিউডের উজ্জ্বল নক্ষত্র ঐন্দ্রিলা শর্মা। তবে এবারের ব্রেন স্ট্রোক, দশবার হার্ট অ্যাটাক আর তাঁকে বাড়ি ফেরাতে পারল না। মৃত্যুর কাছে হার মানতেই হল ‘ফাইটার’ ঐন্দ্রিলাকে। তাঁর এই লড়াইয়ের সময় পাশে ছিলেন ভালোবাসার মানুষ সব্যসাচী। এক মুহূর্তের জন্যও তাঁকে কাছ ছাড়া করেননি তিনি। শেষ দিন পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে সমানভাবে লড়ে গেছেন সব্যসাচী। এবার ঐন্দ্রিলার শেষ বিদায়ে তাঁর প্রেমিককে এমনভাবেই দেখলেন অনুরাগীরা।
আরও পড়ুন : মাথায় ছড়িয়েছিল মারণ রোগ, তৃতীয়বারে ফিরতে পারল না ঐন্দ্রিলা