উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলি পাড়ায় নতুন মুখ। সিনেমা জগতে পা রাখতে চলেছেন মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকারের(Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকার(Sara Tendulkar)। সম্প্রতি জোয়া আখতার(Zoya Akhtar) পরিচালিত ছবিতে শাহরুখ খানের(Shahrukh Khan) মেয়ে সুহানা খান(Suhana Khan), শ্রীদেবীর(Sridevi) মেয়ে খুশি কাপুর(Khushi Kapoor) ও অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) নাতি অগস্তা নন্দার(Augusta Nanda) ডেবিউর কথা শোনা গিয়েছে। সেই দলেই নাম লেখাতে চলেছে সারা। ২৪ বছর বয়সী শচিন কন্যার সোশ্যাল মিডিয়ায় ১৯ লক্ষ ফলোয়ার রয়েছে। মা অঞ্জলি চিকিৎসক। সেই সূত্রে সারাও লন্ডনে যান মেডিসিন নিয়ে পড়াশুনো করতে। তবে তাঁর অভিনয়ের পেশাতেই বেশি আগ্রহ। মা-বাবা তাঁর সব সিদ্ধান্তে পাশে ছিলেন বলেই জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায়(social media) সক্রিয় সারা মানুষের মনে জায়গা করে নেবে বলেই আশাবাদী সকলে।
স্বাধীনতা দিবসে সপরিবারে মন্নতের ছাদে পতাকা উত্তোলন শাহরুখ খানের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে সপরিবারে মন্নতের ছাদে পতাকা উত্তোলন করলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। ছোট্ট আব্রামের...
Read more