নয়াদিল্লি: করোনায় আক্রান্ত শচীন তেন্ডুলকার। শনিবার সকালে টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি।
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
- Advertisement -
টুইটে শচীন লিখেছেন, করোনাকে দূরে সরাতে সবরকম সতর্কতা মেনে চলছেন তিনি। তাঁর শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানিয়েছেন তিনি। আপাতত হোম কোয়ারান্টিনে থাকছেন। চিকিৎসকদের পরামর্শ মতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। পাশাপাশি এই সময়ে যাঁরা তাঁকে সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি।