মাথাভাঙ্গা: সংবিধান প্রণেতা ডা. বি আর আম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষকে সামনে রেখে মাথাভাঙ্গা ১ ব্লক ও মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাথাভাঙ্গা ১ ব্লকের অন্তর্গত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সাফাই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল বুধবার মাথাভাঙ্গা কলেজ চত্বরে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা, মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, মাথাভাঙ্গা কলেজের টিআইসি ডা. সুলগ্না দত্ত সহ অন্যান্যরা। তাঁরা পড়ুয়াদের সঙ্গে নিয়ে ঝাঁটা হাতে কলেজ চত্বর সাফাই অভিযান কর্মসূচির সূচনা করেন। এদিন কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রাখেন ব্লক প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ।
মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, ‘ডা. বি আর আম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষকে সামনে রেখে মাথাভাঙ্গা ১ ব্লকের অন্তর্গত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ মিলিয়ে যে ২৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রতিটিতেই এই কর্মসূচি পালিত হবে। এদিন মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি করা হয়েছে।‘ বিডিও আরও জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন : হিমাচলে বহুতল থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া মালতীপুরে