বাগডোগরা: স্ত্রী করিনা কাপুর ও দুই ছেলেই দীর্ঘদিন কাছ ছাড়া। মন মানছিল না বাবা সইফ আলি খানের। তাই ছোটে নবাব নিজেই চলে এলেন দার্জিলিং। ছেলেদের ও স্ত্রী-র সঙ্গে দেখা করা ও একান্তে কিছুটা সময় কাটাতেই তার এই দার্জিলিং যাত্রা বলে জানা গিয়েছে। এদিন বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ নিজস্ব বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে পাহাড়ে যান সইফ আলি খান। এক সপ্তাহ তিনি সেখানে থাকবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে সুজয় ঘোষের ওয়েব সিরিজ ‘ডিভোশন’-এর শুটিংয়ে কালিম্পং ও দার্জিলিংয়ে রয়েছেন সইফের স্ত্রী করিনা কাপুর। আরও কিছুদিন এখানে থাকার কথা রয়েছে করিনার। এই সময়টা সইফ ছেলেদের ও স্ত্রী-কে সঙ্গ দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : শীঘ্রই চার হাত এক হতে চলেছে অর্জুন-মালাইকার