দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা সইফুল ইসলাম শান্তো (২৬)। নেশা একটাই, হাঁটা পথে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে সচেতনতার বার্তা দেওয়া। এবার হাঁটতে হাঁটতেই সইফুল ওপার বাংলা পার করে এপার বাংলায় এসেছেন। কাঁধে রয়েছে তাঁর ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা। লক্ষ্য দার্জিলিং হয়ে সান্দাকফু পৌঁছোনো। এদিন সকালে রায়গঞ্জের(Raiganj) ১২ নম্বর জাতীয় সড়কে দেখা যায় তাঁকে। হাঁটার পথে যাঁদের দেখতে পাচ্ছেন তাঁদের কমপক্ষে ৩০ মিনিট সময় বের করে হাঁটার বার্তাও দিচ্ছেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছেন।
এদিন সকালে রায়গঞ্জের গোয়ালপাড়া দোস্তি মোড় এলাকায় দুই দেশের জাতীয় পতাকা নিয়ে সইফুলকে আসতে দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। সইফুল জানান, সুদূর বাংলাদেশ থেকে হেঁটে এসেছেন তিনি। আরও বহুদূর যাবেন। হাঁটার পাশাপাশি তাঁর বার্তা, বিশ্বের উষ্ণতা নিয়ন্ত্রণে গাছ লাগাতে হবে। এর আগে গোটা বাংলাদেশের ৬৪টি জেলা পায়ে হেঁটে ভ্রমণ করলেও ভারতে সড়কপথে এই প্রথম হাঁটছেন। এদিন ৪৩তম দিনে সইফুল এসে পৌঁছেছেন রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে হেঁটে দিল্লি পর্যন্ত পৌঁছে রক্তদান আন্দোলনকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন রায়গঞ্জের হিমাংশু শীল। এদিন তিনিও ছিলেন সইফুলের সঙ্গে। হিমাংশু জানান, বাংলাদেশ থেকে হেঁটে এদেশে এসেছেন বেশ কয়েকটি বার্তা নিয়ে।