বহরমপুর, ১৬ মেঃ রাজ্য হাই মাধ্যমিক মাদ্রাসায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের ত্রিমোহনী হাইমাদ্রাসার ছাত্র সাইনুল হক। তার প্রাপ্ত নম্বর ৭৭১। এই খবর পাওয়া মাত্রই খুশির আবহাওয়া তৈরি হয়েছে সাইনুলের পরিবারে। যদিও সাইনুল নিজে এখনও এই খবর জানে না। পরীক্ষার পরই সে উলুবেড়িয়ার একটি আলামিন মিশনে পড়তে গিয়েছে। তার বাবা মমতাজ সেখ বলেন, ‘স্কুলে রেজাল্ট আনতে গিয়ে জানতে পারি আমার ছেলে রাজ্যে প্রথম হয়েছে। ছেলের ওপর আমি খুব গর্বিত। আমি চাই ভবিষ্যতে সাইনুল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করুক।’ সাইনুল বাংলায় ৯০, ভৌতবিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, ভূগোলে ৯৮, অঙ্কে ৯৯, ইংরাজিতে ৯০ এবং ইসলামিক পরিচয়ে ৯৬ পেয়েছে।
- Advertisement -