উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনতা দিলীপ কুমারের(Dilip Kumar) মৃত্যুর এক বছর হতে এল। ২০২১ সালের ৭ জুলাই মৃত্যু হয় দিকপাল এই অভিনেতার। প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই প্রয়াত অভিনেতাকে ভারতরত্ন(Bharat Ratna) দেওয়ার দাবি তুললেন তাঁর স্ত্রী সায়রাবানু। গত ১৪ জুন দিলীপ কুমারকে ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর পুরস্কার দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের হাত থেকে স্বামীর হয়ে মরোনোত্তর ভারতরত্ন পুরস্কারটি গ্রহণ করেন সায়রাবানু(sairabanu)। সেখানেই সাংবাদিকদের সায়রাবানু জানান, দিলীপসাহেব ছিলেন ভারতীয় সিনেমার কোহিনুর। তাঁকে অবশ্যই ভারতরত্ন দেওয়া উচিত। রামদাস আঠওয়ালেও জানান, তিনি প্রধানমন্ত্রীকে এনিয়ে অনুরোধ জানাবেন।
সায়রাবানু ও দিলীপ কুমারের বিয়ে হয় ১৯৬৬ সালে। দুজনে মিলে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তাই দিলীপ কুমারের হয়ে মরোনোত্তর পুরষ্কার নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ৭৭ বছরের অভিনেত্রী। তিনি জানান, দিলীপকুমার এখনও তাঁর সঙ্গে আছেন। এবং আগামীতেও থাকবেন।