উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জামিন পাওয়ার পরই ফের গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhale) । বৃহষ্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে তাঁকে ফের গ্রেপ্তার করে অজানা যায়গায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে ডেরেক জানিয়েছেন, আমেদাবাদে সাইবার থানাথেকে বের হওয়ার সময়ই পুলিশকর্মীদের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ঘটনার তীব্র নিন্দা করেছেন ডেরেক।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা ও লোকসভার সাংসদদের একটি দল গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ডেরেক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সাকেত গোখলের হৃদযন্ত্রের সমস্যা আছে। তাই তাকে এভাবে গ্রেপ্তার করাটা বিপজ্জনক।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টোর সময় জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার হন সাকেত। পুলিশের অভিযোগ, প্রধানমন্ত্রীর মোরবি পরিদর্শন নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন সাকেত। ওই তৃণমূল নেতা দাবি করেছেন, মোদীর মোরবীর ঘটনাস্থল পরিদর্শনের জন্য গুজরাত সরকারের খরচ হয়েছে ৩০ কোটি টাকা। সেতু ভেঙে মৃত ১৪০ জনের পরিবারকে যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, তার থেকে ছ’গুণ। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে সাকেত সমাজ মাধ্যমে ভুয়ো নথি পোস্ট করেছিলেন বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।