কুশমণ্ডি: জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিন বাকি, তবে এরমধ্যেই শুরু হয়ে গেল নতুন চালের ভাপা পিঠে খাওয়া। সকালে ও বিকেলে টিফিনে বড়দের সঙ্গে ছোটরাও লাইন দিয়ে দাঁড়িয়ে কিনছে এই ভাপা পিঠে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেই ভিড় আজ লক্ষ্য করা গেল কুশমণ্ডি (Kushmandi) চৌরাস্তায়। নবান্নের পরেই নতুন চাল গুড়ো করে আরতি সরকার সকাল বিকেল বাজারে চলে আসেন ভাপা পিঠে বিক্রি করতে। সামান্য গুড়, নারকেল কুচি সহযোগে গরম জলের ভাপে তৈরি নতুন চালের ভাপা পিঠে লোভনীয় সকলের কাছেই। আরতি সরকার জানিয়েছেন, সকালে বিকেল মিলিয়ে প্রায় ১০ কেজি চালের গুড়ো দিয়ে তৈরি ভাপা পিঠে বিক্রি হবে এবার।
আরও পড়ুন: Kali Puja | হিলির পশ্চিম আপ্তৈড়ে অনুষ্ঠিত চোদ্দহাত কালীপুজো