মুম্বই: আজ ২৭ ডিসেম্বর। বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচালর সলমান খানের জন্মদিন। সে কারণেই শনিবার মাঝরাতে নিজের পানভেলের ফার্ম হাউজে সাংবাদিকদের অনুরোধে কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন ভাইজান। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এ বছর জন্মদিন উপলক্ষ্যে কোনও সেলিব্রেশন হচ্ছে না। তিনি শুধু তাঁর পরিবারের সঙ্গেই কাটাবেন। তাঁর ইচ্ছে নেই এই বছর জন্মদিন পালন করার। সকলে সুস্থ থাকুক, সুখে থাকুক, এই কামনাই করেছেন তিনি।
সম্প্রতি নিজের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। সেই ছবির প্রসঙ্গে তিনি জানান, যদি আগামী বছর ইদের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তবে সে সময়ই এই ছবি মুক্তি পাবে। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ছবি মুক্তি পাওয়া ততটা জরুরি নয়, যতটা মানুষের সুরক্ষিত থাকা। ‘যদি থিয়েটারে ছবি দেখতে গিয়ে কেও করোনায় আক্রান্ত হয়ে যান বা কারও কোনও ক্ষতি হয়ে যায়, সেটা আমি মেনে নিতে পারব না।’
লকডাউন শুরু হওয়ার পর থেকেই অভিনেতার বেশির ভাগ সময় কাটছে পানভিলের ফার্ম হাউসে। নিজের জন্মদিনে গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকছেন না তিনি। তাই তাঁর ফ্যানেদের উদ্দেশ্যে গ্ল্যালাক্সির সামনে বিরাট বিজ্ঞপ্তি জারি করেছেন অভিনেতা। সেই বিজ্ঞপ্তিতে লেখা, আবাসনের বাইরে ভিড় জড়ো না হয় ও সকলে যেন সামাজিক দূরত্ব মেনে চলেন। এতবছরে জন্মদিনে ফ্যানেদের যে ভালোবাসা এবং স্নেহ তিনি পেয়েছেন তা ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও লেখা রয়েছে সেই বিজ্ঞপ্তিতে।