শালকুমারহাটঃ শুক্রবার রাতেই লোকালয়ে ঢুকে পড়ে হরিণ। রাতভর এলাকায় ঘোরাফেরাও করে। অবশেষে শনিবার দুপুরে ধরা পড়ল ওই বুনো। আলিপুরদুয়ার(Alipurduar)-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া মৌজার ঘটনা। গ্রামবাসীরাই হরিণটি ধরে বন দপ্তরকে খবর দেন। পরে জলদাপাড়ার বনকর্মীরা এসে উদ্বার করে নিয়ে যান হরিণটিকে। এদিনই হরিণটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর জানিয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে একটি বড় প্রজাতির হরিণ জলদাপাড়া বনাঞ্চল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়ে। জঙ্গল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে জলদাপাড়া মৌজায় হরিণটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে না ফিরে রাতভর লোকালয়েই থেকে যায় হরিণটি। এদিন সকালেও এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ হরিণটিকে ধরার চেষ্টা করেন। এদিন দুপুরে সেটি জলদাপাড়ার একটি প্রাইমারি স্কুল মাঠে চলে আসলে স্থানীয়রা ধরে ফেলেন এই বন্যপ্রাণকে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। কিছুক্ষণ পর জলদাপাড়া পূর্ব রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে সেটিকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলের গভীরে।
জলদাপাড়া ইস্ট রেঞ্জের অফিসার স্বপন মাঝি জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থলে বনকর্মীদের টিম পাঠানো হয়। সম্বর হরিণটিকে উদ্বার করে এদিনই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া হরিণটি সম্বর প্রজাতির। তাই দেখতে বড়।