বর্ধমান: রাতের অন্ধকারে অজয় নদ থেকে বালি তুলে পাচারের পথে গ্রেপ্তার হল দুই ট্র্যাক্টর চালক। ধৃতদের নাম নিরাময় থাণ্ডার ও শেখ ভোলন। তাদের বাড়ি বীরভূম জেলার নানুর থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পশ্চিম নবগ্রাম মৌজার অজয় নদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বালি বোঝাই দুটি ট্র্যাক্টর ও বালি তোলায় ব্যবহৃত একটি আর্থমুভার বাজেয়াপ্ত করেছে। আর্থমুভার ও ট্র্যাক্টর মালিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ধৃত ট্র্যাক্টর চালকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, অজয় নদ থেকে বালি তুলে পাচারের ঘটনার মূল পাণ্ডা বীরভূম জেলার নানুরের খালা গ্রামের বাসিন্দা দোলন শেখ ও বোলপুরের পানসূয়া গ্রামের বাসিন্দা বাপ্পা চৌধুরী। এই দুই বালি পাচারকারীর বিরুদ্ধেও মঙ্গলকোট থানার পুলিশ মামলা রুজু করেছে। তাদের খোঁজ চলছে। এদিকে, ধৃত দুই ট্র্যাক্টর চালককে সোমবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial