উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: অপমানিত! পদ্মশ্রী ফেরালেন ৯০ বছর বয়সি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের আমলাকে জানিয়েছেন, শ্রোতারাই তাঁর পুস্কার।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ফোন মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগোযোগ করা হয় কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে। ফোন মাধ্যমে জানানো হয়, আগামীকাল তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চায় সংশ্লিষ্ট দপ্তর। কেন্দ্রের তরফে এহেন ফোন পেয়ে প্রথমদিকে কিছুটা থমকে যান তিনি। পরে তিনি স্পষ্ট জানিয়েছেন পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি।
আরও পড়ুন : স্কুল খোলার দাবি নিয়ে এবার পথ অবরোধ শিক্ষক সংগঠনের