গাজোল, ২৮ এপ্রিলঃ মহামারী করোনা সংক্রমণ রুখতে প্রায় মাসখানেক ধরে দেশজুড়ে লকডাউন চলছে। তাই, বিভিন্ন এলাকা জীবানুমুক্ত করতে গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্যানিটাইজ করা হল। গাজোলের বিদ্যুৎ দপ্তরে বহু মানুষ বিদ্যুতের বিল জমা দিতে আসেন। সেই কথা মাথায় রেখে মঙ্গলবার ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরও স্যানিটাইজ করা হয়েছে। মালদা জেলা তৃণমূল ছাত্র সংগঠনের জেলা সভাপতি প্রসূন রায়, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সুজয় ঘোষ, কৃষ্ণেন্দ্র চক্রবর্তী, বিকি সাহা প্রমুখ উপস্থিতিতে গাজোলের সুভাষপল্লী এলাকার আইসিডিএস দপ্তরের সামনে জীবানুনাশক লিকুইড দিয়ে স্প্রে করা হয়।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more