চালসা: করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে পুনরায় শ্রমিক মহল্লায় স্যানিটাইজেশনের কাজ শুরু করল চা বাগান কর্তৃপক্ষ। শনিবার মেটেলি ব্লকের আইভিল চা বাগান কর্তৃপক্ষের তরফে বাগানের শ্রমিক মহল্লায় স্যানিটাইজ করা হয়। আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার মানেজার রাজেন বরাইক জানান, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুনরায় শ্রমিক মহিল্লায় স্যানিটাইজেশনের কাজ শুরু হল।
লকার ও তালা ভেঙেও খালি হাতেই ফিরতে হল চোরের দলকে
ওদলাবাড়ি: দরজার তালা ও লকার ভেঙেও খালি হাতেই ফিরতে হল চোরের দলকে। ওদলাবাড়ি বিধানপল্লীতে দীপ্তি বক্সী নামে মহিলার বাড়িতে বৃহস্পতিবার...
Read more