রহিদুল ইসলাম, মেটেলি: মেটেলি ব্লকের আইভিল চা বাগান কর্তৃপক্ষের তরফে স্যানিটাইজ করা হল এলাকা। বৃহস্পতিবার শুধু বাগানের শ্রমিক মহল্লাই নয়, বিভিন্ন সরকারি দপ্তর সহ বাজার এলাকাগুলিও সানিটাইজ করা হয়।
এদিন বাগানের তরফে জনবহুল মেটেলি বাজার ও চালসা এলাকার বিভিন্ন সরকারি দপ্তর ও বাজারের দোকানপাট জীবাণুনাশক স্প্রে করা হয়। পাশাপাশি মেটেলি থানা, পোস্ট অফিস, হাসপাতাল সহ বিভিন্ন দোকান, চালসার বিডিও অফিস, মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল, বিদ্যুৎ পাওয়ার হাউস বিভিন্ন জায়গায় এদিন স্প্রে করা হয়েছে। চা বাগান কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি বাগান এলাকার ব্যাবসায়ী সহ জনগণ।
আরও খবর: দিল্লি থেকে আসা বানজারাদের কোয়ারান্টিনে পাঠানো হল
আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার ম্যানেজার রাজেন বরাইক বলেন, ‘শুধু বাগান নয়, আমাদের বাগানের শ্রমিকরাও মেটেলি, চালসা বাজারে বাজার করতে যান। ওই সমস্ত এলাকায় জনগণ যাতে করোনা আতঙ্ক মুক্ত হয় তার জন্যই এই উদ্যোগ। এছাড়াও বাগানের সকল শ্রমিক মহল্লায় স্প্রে করা হয়েছে।’
এদিন মেটেলি বাজারে প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা, লালিমা কর, চালসায় বিধায়ক শুক্রা মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বাগানের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।