ডিজিটাল ডেস্ক : অভিষেকের মৃত্যুর পর একাধিক গুজব ছড়িয়ে পড়েছে। আর তাই নিয়ে এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। ৫৮ বছর বয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় চলে গিয়েছেন। এর মধ্যেই তাঁকে নিয়ে বেশ কিছু ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়ে এবার পাল্টা পোস্ট দিলেন অভিষেকের স্ত্রী। তিনি জানিয়েছেন, অভিষেক তাঁর পরিবারকে অত্যন্ত ভালোবাসতেন। এবং তাঁর পরিবার তাঁর অবর্তমানে যাতে কোন সমস্যায় না পড়ে, তার জন্য তিনি পরিবারকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করে গিয়েছেন। অভিষেকের স্ত্রী জানিয়েছেন, তিনি অভিষেকের আত্মার শান্তির জন্য নিশ্চিত করে জানাচ্ছেন, কোন আর্থিক সাহায্য তাঁরা নেন নি। অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যাবতীয় গুজব শেষ হয় কিনা, সেটাই দেখার।
আরও পড়ুন : বিবেককে ব্রিটিশ পার্লামেন্টে আমন্ত্রণ