নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর প্রথম মহিলা উপাচার্য হলেন সঙ্ঘ ঘনিষ্ঠ শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। বর্তমানে তিনি পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদে রয়েছেন। বিদায়ী উপাচার্য এম জগদেশ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন শান্তিশ্রী। তবে শান্তিশ্রীর নিয়োগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন সময় জেএনইউতে বাম রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন শান্তিশ্রী। নিয়োগের সঙ্গে সঙ্গে তাঁর টুইটের স্ক্রিনশট পড়ুয়াদের হাতে হাতে ঘুরছে। জেএনইউর মতো প্রতিষ্ঠান যা বাম-নকশালপন্থী রাজনীতির শক্ত ঘাঁটি বলে পরিচিত সেখানে সঙ্ঘ ঘনিষ্ঠ কাউকে উপাচার্য করার মধ্যে কেন্দ্রের মনোভাব সামনে আসছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্ম শান্তিশ্রীর। ১৯৮৮ সালে গোয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতার পেশায় যোগ দেন তিনি। তার আগে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর ১৯৮৫ সাল থেকেই জেএনইউ-র ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিভাগে গবেষণা জগতে তিনি পা রাখেন। নানা বিষয়ে তাঁর গবেষণা পত্র রয়েছে। ভারতের পাশাপাশি বিদেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত তিনি। ১৯৯৩ সালে তিনি পুণে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ‘ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন’ (ইউজিসি), ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’ (আইসিএসএসআর) এর সদস্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর মনোনীত হয়েছেন।
আরও পড়ুন : এত হারের পরও কংগ্রেসের অহংকার ভাঙেনি, কটাক্ষ মোদির