ডিজিটাল ডেস্ক : সরগরম হয়ে উঠেছে গুজরাট রাজ্য। সামনেই বিধানসভা নির্বাচন (Assembly election)। আর তার আগেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অন্যতম উপদেষ্টা সান্যম লোঢা জানিয়েছেন, বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের দশজন বিধায়ককে রীতিমত টোপ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি জানান, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং গুজরাটের কংগ্রেস প্রধান রঘু শর্মাকেও তিনি এই তথ্য জানিয়েছেন। এই মুহূর্তে গুজরাটের কংগ্রেস বিধায়ক ৬৫। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজেপি গুজরাটে কোনরকমে ক্ষমতা দখল করে। পরে অবশ্য গেরুয়া শিবির গুজরাতে কংগ্রেসের ঘর ভেঙে নিজেদের বিধায়ক সংখ্যা বাড়িয়ে নেয়। কিন্তু এবার ভোটের আগেই কংগ্রেসের ঘর ভাঙতে সচেষ্ট বিজেপি বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে কংগ্রেস কিভাবে নিজেদের ঘর বাঁচায়, এখন সেটাই দেখার।
বিজেপির হাত ছেড়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতিশ কুমারের
ডিজিটাল ডেস্ক : অনুমান যা করা হয়েছিল, সেটাই অবশেষে হল। বিহারের রাজনীতিতে অবসান হল জেডিইউ-বিজেপি জোট সরকারের। বিজেপির সঙ্গে...
Read more