উৎপল সেন, হেলাপাকড়ি: বিবাহিত জীবনের সূচনায় পরিবেশ সচেতনতার বার্তা। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের ভোটপট্টি শাখার এহেন উদ্যোগে সাড়া পড়েছে। মঙ্গলবার রাতে ক্লাবের সদস্য পদমতি-১ অঞ্চলের খয়েরখালের বাসিন্দা মৃত্যুঞ্জয় দেবশর্মার বৌভাতের অনুষ্ঠান ছিল।বৌভাতের অনুষ্ঠানকে বৃক্ষরোপনের বার্তা দিতে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা। চারাগাছ নিয়ে নবদম্পতির বাড়িতে হাজির হন ক্লাবের সদস্যরা। বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতদের প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেন তাঁরা। বিভিন্ন রকমের পাঁচশোটি চারাগাছ বিতরণ করা হয় আমন্ত্রিতদের। এই কাজে এগিয়ে আসেন নবদম্পতিও। নিজের হাতে নবদম্পতি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দেন।
স্থানীয় পঞ্চায়েত প্রধান মৌমিতা রায়, জলাপগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত, ক্লাবের ভোটপট্টি শাখার কো-অর্ডিনেটর জ্যোতির্ময় রায়ডাকুয়া, আশিসকুমার বসাক সহ অন্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
জলাপগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, ‘পৃথিবীতে পরিবেশের ভারসাম্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। যা আগামীতে আরও ভয়ংকর হতে পারে। এর থেকে পরিবেশকে বাঁচাতে হলে গাছ কাটা বন্ধ করে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিষয়ে মানুষকে সচেতন করতে ক্লাবের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’