মুরতুজ আলম, সামসী: আর্থিক সহযোগিতা চেয়ে চাঁচল ইলেকট্রিসিটি সাপ্লাই অফিসে স্মারকলিপি জমা দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (এবিইকেএ)-র চাঁচল শাখার কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে গ্রাহকদের আর্থিক দূরাবস্থা ও যোগাযোগের সমস্যার কথা বিবেচনা করে বুধবার স্মারকলিপিতে ছয় দফা দাবি জানানো হয়েছে। একথা জানান সংগঠনের নেতৃত্ব রকিব হোসেন, ঝন্টু রবিবার প্রমুখ। তাঁরা বলেন, ‘আগামী তিন মাসের জন্য প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিল মুকুব, কৃষিক্ষেত্রে বিদ্যুৎ বিল মুকুবের মতো গুরুত্বপূর্ণ দাবি রাখা হয়েছে।’ চাঁচল বিদ্যুৎ পর্ষদের এক আধিকারিক বলেন, ‘এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more