শিলিগুড়ি: শিলিগুড়ির(Siliguri) মৃৎশিল্পীদের গড়া সরস্বতী প্রতিমা পাড়ি দিচ্ছে পাহাড়ে। সরস্বতী পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পাহাড় থেকে অর্ডার আসায় খুশি তাঁরা। শহর কিংবা গ্রামাঞ্চল, স্কুল কিংবা কলেজ প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আয়োজিত হয় সরস্বতী পুজো। বাড়ির পাশাপাশি ছোট, বড় ক্লাবগুলিও পুজোর আয়োজন করে। ফলে প্রতিমারও চাহিদা রয়েছে। বর্তমানে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিলিগুড়ি কুমোরটুলি ও মাটিগাড়া পালপাড়ার মৃৎশিল্পীরা। শনিবার মায়াদেবী ক্লাব সংলগ্ন এলাকার মৃৎশিল্পী পরিতোষ পাল বলেন, “নতুনত্ব প্রায় প্রত্যেকেই পছন্দ করেন। তাই মোমবাতির আদলে সরস্বতী প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। ইতিমধ্যে দার্জিলিং থেকে একটি বাঙালি পরিবার অর্ডার দিয়েছে।” অপরদিকে, শিলিগুড়ি কুমোরটুলির অজয় পাল বলেন, “প্রায় একমাস আগে সরস্বতী প্রতিমার অর্ডার আসে। অর্ডার অনুযায়ী কাজ শুরু করলে ২০-২৫ দিনে মূর্তি তৈরির কাজ শেষ হয়।” এদিন ভারতী হিন্দি বিদ্যালয় থেকে মূর্তি কিনতে এসেছিলেন পাপুজিৎ সিং। তিনি বলেন, “প্রতিবার আমরা এখানে আসি। খুবই ভালো লাগে।”
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।