ডিজিটাল ডেস্ক : আজকে মধ্যপ্রদেশ (Madhyapradesh) এবং মুম্বাই (Mumbai) মুখোমুখি হয়েছে রঞ্জি ফাইনালে। রঞ্জিতে (Ranji) আজ ফাইনালে সেঞ্চুরি হাঁকালেন ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। তিনি দলের হয়ে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন এবং ২৪৩ বলে ১৩৪ রান করেছেন। যার মধ্যে ১৩ টি চার এবং দুটি ছয় ছিল। প্রথম ইনিংসে মুম্বাই রান করে ৩৭৪। অন্যদিকে সরফরাজ খান আজকে সেঞ্চুরি করে আবেগে ভেসে যান। জনপ্রিয় গায়ক প্রয়াত সিধু মুসেওয়ালার সিগনেচার স্টেপ করতে দেখা যায়। মুম্বাই টিমের সারফরাজ খানকে। সরফরাজ খান কিন্তু রঞ্জিতে এক মরসুমে ৯০০ র ওপর রান করেছেন। বহুবার ভারতীয় ক্রিকেটে নয়া নজির গড়েছেন। সরফরাজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন দুবার। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ২৪ টি ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ২৩৫১ রান। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় দলে খেলার সুযোগ পাননি। রঞ্জির এই পারফরম্যান্স খুব স্বাভাবিকভাবেই সরফরাজ খানকে আলাদা করে লাইমলাইটে আনল।
মহারাষ্ট্রে গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৬
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra)...
Read more