কলকাতা: শনিবার শুরু হল প্রথম দফার ৩০টি আসনে ভোট গ্রহণ পর্ব। গতকাল রাত থেকেই ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তারমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রকে। কিন্তু তা সত্ত্বেও সকাল থেকেই উত্তপ্ত হয়েছে একাধিক কেন্দ্র। একদিকে বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের ৭১ নম্বর বুথে। অপর দিকে সৌমেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের অভুযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর মাঝেই বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে একটি ভিডিও টুইট করেন তৃণমূল নেত্রী শশী পাঁজা।
Openly @BJP4Bengal workers are using stick and sharp weapons to scare away voters just 100 meters away from the polling station?
What is @ECISVEEP and @CEOWestBengal doing? Where are the Central Forces who are supposed to give protection to the voters? pic.twitter.com/76Whz4qvkP
— Dr. Shashi Panja (@DrShashiPanja) March 27, 2021
ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি অস্ত্রহাতে ঘুরছেন। শশী পাঁজার দাবি, বুথ থেকে একশো মিটারের মধ্যে অস্ত্র হাতে ঘুরছেন বিজেপি কর্মীরা। কমিশন ও কেন্দ্রীয় বাহিনী কী করছে? ভোটদাতাদের নিরাপত্তা দেওয়ার কথা তাদের কিন্তু তাঁরা কোথায়? তবে ভিডিওটি কোন কেন্দ্রের এই নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি।