ডিজিটাল ডেস্ক : চলচ্চিত্রে ফেলুদা, ব্যোমকেশ, মিতিনমাসি, কিরিটির পাশাপাশি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ‘শবর’। এই চরিত্রটিকে দর্শকদের সামনে নিয়ে এসেছেন পরিচালক অরিন্দম শীল। প্রথম ছবিতেই শাশ্বত চট্টোপাধ্যায় ‘শবর’ চরিত্রে নজর কেড়েছিলেন। ২০১৬ এবং ২০১৮ সালে পর পর আরও দুটি সিনেমায় শবরের চরিত্রে শাশ্বতকে পান দর্শকরা। কিন্তু এরপর দীর্ঘ চার বছর আর শবরকে পাওয়া যায়নি বড় পর্দায়। অপেক্ষার শেষ, এবার অরিন্দম শীল ফিরিয়ে আনছেন গোয়েন্দা চরিত্র শবরকে। তাঁর ছবির নাম ‘তীরন্দাজ শবর’। এ প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় জানান, শবরের চরিত্রে ফিরতে ফেরে তিনি খুবই খুশি। জানা যাচ্ছে, শবর মুক্তি পাবে আগামী ২৭ এ মে। কার্যত বক্স অফিসে শবর কতটা সাফল্য অর্জন করে, সেদিকে নজর থাকবে সিনে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : আইনি বিয়ে সারলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা