শিলিগুড়ি: বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে গোর্খাদের সব সমস্যার সমাধান করা হবে। সোমবার শিমূলবাড়িতে কার্সিয়াং কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিপি বজগাইনের সমর্থনে জনসভা হয়। সেখানেই ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন সৎপাল মহারাজ। তিনি বলেন, ‘পাহাড়, ডুয়ার্স আমার খুব পরিচিত। আমি এই অঞ্চলের সমস্যা, গোর্খাদের সমস্যা ভালোভাবে জানি। তাই এবার বিজেপিকে চাই।’
এদিনের জনসভায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট গোর্খা জনমুক্তি মোর্চার দুই শিবিরকেই আক্রমণ করেন। তিনি বলেন, ‘মোর্চা নেতারা ব্যক্তিগত স্বার্থে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। এরা পাহাড়ের মানুষের কোনও দুঃখ বোঝে না। এবার পাহাড়ের মানুষ এদের খালি হাতেই ফেরাবে। এই জনসভায় জিএনএলএফ নেতা মহেন্দ্র ছেত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- Advertisement -