রায়গঞ্জ: ‘দুর্নীতি নিয়ে কোনও ধারণা নেই।’ শনিবার রায়গঞ্জ (Raiganj) পঞ্চায়েত সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে এমনটাই জানালেন রাজ্যের নয়া শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। তাঁর কথায়, ‘দুর্নীতি নিয়ে আমার কোনও ধারণা নেই। সবেমাত্র একদিন দপ্তরে গিয়েছি। আমি এখনও অনেক কিছু জানি না। যাব, দেখব ব্যাপারগুলো কী আছে।’
সত্যজিতবাবু বলেন, ‘জেলায় শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক চলে, সেদিকে দেখব। পাশাপাশি, কোনও স্কুলে শিক্ষক, ক্লার্ক বা বিল্ডিং, বইয়ের সমস্যা থাকলে, তা সমাধান করা হবে। তবে শুধুমাত্র আমি এই জেলার মন্ত্রী নই, রাজ্যের মন্ত্রী। তাই গোটা পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানে যা যা সমস্যা রয়েছে, তা মেটানোর চেষ্টা করব।’
শিলিগুড়ির শিক্ষিকা শান্তা মণ্ডল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যদি অন্যায় করেন, তবে শাস্তি পাবেন। তবে আমি এ ব্যাপারে কিছু জানি না।’ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সম্পর্কে আমার জানা নেই। যদি ভুল কিছু হয়, তবে অবশ্যই তদন্ত হবে।
রাজ্য সরকারের নতুন করে গঠিত মন্ত্রীসভায় স্থান পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এদিন প্রথম জেলায় পা রাখলেন তিনি। মন্ত্রীকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো। রায়গঞ্জে আসার পথে তাঁকে সংবর্ধনা জানান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এরপর রায়গঞ্জের কসবা ও দোস্তি মোড়ে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান তৃণমূলের কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন: 70th State Athlete Meet | রাজ্য অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো’য়ে সোনা পেল অনুপ্রিয়া