Online Desk: বুধবার সাংবাদিক বৈঠকে বিরাট কোহলির করা বক্তব্যের পালটা মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট বিতর্কে বৃহস্পতিবার তিনি জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর। আলোচনা চলছে। যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে গতকাল সাংবাদিক বৈঠক করেন বিরাট। সেখানে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া নিয়ে সরাসরি তিনি সৌরভের মন্তব্যের বিরোধিতা করে জানান, তিনি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর বোর্ডের কেউ সেই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআই’কে আমি জানিয়েছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। পাশাপাশি তিনি জানান, একদিনের অধিনায়কত্ব নিয়ে তাঁর সঙ্গে কেউ আলোচনা করেনি। শুধু তাঁকে জানানো হয়েছিল যে তিনি একদিনের ক্রিকেটে আর অধিনায়ক থাকবেন না।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial
আরও পড়ুন : বিরাট-ইস্যুতে সৌরভকে তোপ কোহলির কোচের