ডিজিটাল ডেস্ক: বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অনবরত বৃষ্টি সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার সাধের গাড়িটির। লোহার তৈরি গাড়ির যন্ত্রাংশ এই আবহাওয়ায় খুব সহজে রাস্ট অর্থাৎ মরচে বা সহজ কথায় জং ধরে যায়। লোহার সঙ্গে জলের বিক্রিয়ায় তৈরি হয় মরচে যা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে সম্পূর্ণ লোহায় এবং ক্ষতিগ্রস্ত করে তার দৃঢ়তাকে। সময়ের সাথে সাথে পেইন্টওয়ার্ক এবং প্রতিরক্ষামূলক আবরণগুলি কমজোরি হয়ে পড়ায় আরও বেশি ক্ষতি হয়। তাই এই বর্ষায় আপনার গাড়িতে মরচে পড়া প্রতিরোধ করতে অবশ্যই এই সতর্কতাগুলি অবলম্বন করুন …….
১. গাড়ি ধুয়ে শুকিয়ে নিন – আপনার গাড়িটি বৃষ্টিতে ভিজলে বা ধূলো পরিষ্কারের জন্য ধোয়ার পর গাড়িকে শুকিয়ে নিন। এর জন্য মাইক্রোফাইবার যুক্ত কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নিন। এতে মরচে পড়ার কিছু উপকরণ যেমন লবণ ও গাড়িতে জমা কাদা থেকে উদ্ভূত জলীয় অংশ সহজেই দূরীভূত হবে। তাছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে গাড়িটি সবসময় পরিষ্কার ও চকচকে থাকবে।
২. ওয়াক্স পালিশ – বছরে অন্তত দুই থেকে তিনবার গাড়িতে ওয়াক্স পালিশ করানোর চেষ্টা করুন। এর ফলে ফলে গাড়ির প্রকৃত রঙের সঙ্গে মরচে সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শ কম হয়।
৩. ছায়াতে গাড়ি পার্ক করা – দীর্ঘক্ষণ সরাসরি রোদ্দুরের মধ্যে গাড়িকে রেখে দিলে সেই গাড়ির মধ্যে থাকা জলীয় অংশ খুব সহজে বাষ্পে পরিণত হয়ে গাড়ির মেটাল পার্টে জমা হয়। তাই গাড়িকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য এবং গাড়ির কেবিনকে ঠান্ডা রাখার জন্য উপরে ছাদ আছে সে রকম স্থানে পার্কিং করা উচিত।
৪. অ্যান্টি-রাস্ট কোটিং – অ্যান্টি-রাস্ট কোটিং মরচে সৃষ্টিকারী উপাদানের থেকে গাড়ির আসল রংকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বর্ষার আগে অবশ্যই একবার আপনার গাড়িতে অ্যান্টি-রাস্ট কোটিং লাগান।
আরও পড়ুন: Take Care of a Book in Rainy Season | কীভাবে বই-এর যত্ন নেবেন এই বর্ষায় রইল তারই হদিশ