অনলাইন ডেস্ক: ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। এমনিতেই জেপি নাড্ডার কনভয়ে হামলা ঘিরে তৃণমূল–বিজেপির তরজা তুঙ্গে, তার মধ্যে হেভিওয়েট বিজেপি নেতার এহেন মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতির পারদ অন্যমাত্রা ধারণ করল। সায়ন্তনবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের এবার পশ্চিমবঙ্গের বাইরে বেরোনোর সাহস করাটা কঠিন। তাঁর কটাক্ষ, বাংলায় একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তৃণমূলের নেতারা যে অপরাধ করেছেন, তার ফল ভোগ করতে হবে তাদের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে আক্রান্ত হয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। ইটবৃষ্টিতে একাধিক বিজেপি নেতার গাড়ির কাচ ভাঙে। আহত হন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, অনুপম হাজরা-সহ একাধিক বিজেপি নেতা। এরপর বিজেপি তৃণমূলের দিকে হামলার অভিযোগ তোলে। তবে তৃণমূলের তরফে দাবি করা হয়, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।