ফাতোরদা : মরশুমের শেষলগ্নে নতুন বিদেশি ফুটবলার সই করাল এসসি ইস্টবেঙ্গল। দলের সঙ্গে যোগ দিতে চলেছেন নেপালের ২৪ বছরের ডিফেন্ডার অনন্ত তামাং। ইতিমধ্যে তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের তরফে।
আইএসএলের প্লে অফে খেলার কোনও আশা বেঁচে নেই লাল-হলুদের। মরশুমে বাকি আর মাত্র চার ম্যাচ। এমন পরিস্থিতিতে হঠাৎ নতুন বিদেশি প্লেয়ার সই করানো কেন? আসলে দলের এশীয় কোটায় যোগ দেওয়া অস্ট্রেলীয় ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা দীর্ঘসময় চোটে ভুগছেন। সম্পূর্ণ সেরে উঠতে দুমাস লেগে যাবে এসসি ইস্টবেঙ্গলের সহ-অধিনায়কের। ফলে বাকি মরশুমে আর তাঁকে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
মার্সেলা নিজেও দেশে ফিরতে আগ্রহী। দুএকদিনের মধ্যেই অস্ট্রেলিয়া ফিরবেন তিনি। মরশুমের শেষপর্যায়ে এসে নতুন ফুটবলার সই করাতে উৎসাহী ছিল না লাল-হলুদের টিম ম্যানেজমেন্ট। লিগ কমিটির কাছে তারা আবেদন করেছিল বাকি মরশুম এশীয় কোটার বিদেশি ছাড়া খেলা যায় কি না সেই ব্যাপারে। যদিও এসসি কর্তৃপক্ষের সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় লিগ কমিটি।
ফলে একপ্রকার বাধ্য হয়ে নেপাল থেকে এই বিদেশি ডিফেন্ডারকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। তবে স্কোয়াডে নাম নথিভুক্ত হলেও বাধ্যতামূলক জৈবসুরক্ষা বলয়ে প্রবেশ করেননি অনন্ত তামাং। সেই পর্ব মিটিয়ে আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের শেষ দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেতে পারেন এই তরুণ নেপালি ডিফেন্ডার।
অন্যদিকে, শুক্রবার আইএসএলের প্রথম ফুটবলার হিসেবে লিগে ৫০ গোল করলেন সুনীল ছেত্রী। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৮৭ মিনিটে গোল করে এই মাইলস্টোনে পৌঁছান তিনি। ম্যাচে অবশ্য সুনীলের দল হারল ১-২ গোলে।