নয়াদিল্লি: বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বুধবার তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনি এজেন্ট ছিলেন। এর আগে গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। তারপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
তৃণমূল নেতা সুফিয়ানের বিরুদ্ধে বিজেপিকর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগ রয়েছে। গত বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক পর, গত ৩ মে নন্দীগ্রাম ১-এর বাসিন্দা দেবব্রত মাইতির ওপর হামলা হয়। এসএসকেএমে চিকিৎসা চলে তাঁর। গত ১৩ মে মারা যান তিনি।
আরও পড়ুনঃ পুরভোটের লড়াইতে গৃহযুদ্ধের আশঙ্কা