কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাপানউতোরের মাঝেই রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারকে বদলের সিদ্ধান্ত নেওয়া হল। এবার এই পদের দায়িত্বে আসছেন অরূপ সেনগুপ্ত। এই বিষয়ে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অরূপ সেনগুপ্ত এতদিন শিক্ষা দপ্তরের অধীন উচ্চশিক্ষা বিভাগের বিশেষ সচিব পদমর্যাদায় বিশেষ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। তাঁকে শিক্ষা দপ্তরের এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হল।