ডিজিটাল ডেস্কঃ সারা দেশ জুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় বিভিন্ন রাজ্যে কড়া বিধিনিষেধ মেনে চলা হচ্ছিল। কিন্তু এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সর্বত্র। আর তাই বিধি-নিষেধের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মতন এবার কর্ণাটকেও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দক্ষিণের এই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শনিবার থেকে কর্ণাটকে করোনা(CORONA) বিধি-নিষেধ বেশ কিছুটা শিথিল করা হল। সূত্রের খবর, আপাতত তুলে দেওয়া হচ্ছে নৈশ কার্ফু। পাশাপাশি বেঙ্গালুরুতে পরিস্থিতি অনেকটাই উন্নতি হওয়ার সমস্ত স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। বর্তমানে কর্ণাটকের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৬৯৪ জন। এদিকে মহারাষ্ট্রের পুনেতেও স্কুল-কলেজ খুলে যাচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে। মহারাষ্ট্রের পরিস্থিতি কিছুটা আশঙ্কাজনক থাকলেও পুনের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটা। তাই আগামী সপ্তাহ থেকে পুনের স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। খুব স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা।
আরও পড়ুনঃ সমস্ত স্কুল-কলেজ খুলে যাচ্ছে ত্রিপুরায়