উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর থেকে অন্ধ্রপ্রদেশে সমস্ত স্কুল খুলতে চলেছে। মঙ্গলবার এই ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।
যেসব স্কুলে ৭৫০ জনের বেশি পড়ুয়া রয়েছে সেসব স্কুলকে সপ্তাহে তিনদিন খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। প্রতিটি স্কুলে চালু হবে মিড ডে মিল।
- Advertisement -
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি জানিয়েছেন, নভেম্বর থেকেই স্কুল খুলছে। ডিসেম্বরেও স্কুল খোলা থাকবে কিনা, সেই সিদ্ধান্ত এক মাস পর নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কোনও রাজ্যেই এখনও পর্যন্ত স্কুল খোলেনি। অনলাইনে ক্লাস করানো হচ্ছে। এই অবস্থায় অন্ধ্রে স্কুল খুলতে চলেছে।