গঙ্গারামপুরঃ স্কুটিতে চেপে মেয়ের বাড়িতে যাবার সময় টোটোর ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মকবুল সরকার (৫০)। তাঁর বাড়ি গঙ্গারামপুর (Gangarampur) থানার যাঁচিখরপা এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তপন থানার রামপুর সুহরি এলাকায়। জানাগেছে, এদিন সন্ধ্যায় স্কুটিতে চেপে তপন রামপুরের মালাহারে মেয়ের বাড়ি যাচ্ছিলেন মকবুল সরকার। মেয়ের বাড়ি পৌঁছানোর আগেই সুহরি এলাকায় একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় মকবুল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় স্কুটি চালকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ।
আরও পড়ুন : গঙ্গারামপুরে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১