আলিপুরদুয়ার, ১৬ মার্চঃ করোনা ভাইরাস সতর্কতায় ইতিমধ্যেই আলিপুরদুয়ারের জয়গাঁ ও কালিখোলাতে চালু হয়েছে স্ক্রিনিং টেস্ট। সতর্কতা বাড়াতে পাগলী ভুটান এবং গোমটু ভুটান সীমান্তেও স্ক্রিনিং টেস্ট চালু করা হল। এছাড়াও সকলকে সতর্ক করতে সোমবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে আলোচনা করেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় স্ক্রিনিং টেস্টের জন্য বেশি পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। পাগলী ভুটান এবং গোমটু ভুটান সীমান্তের পাশাপাশি অসম সীমান্তের পাকরীগুড়ি ও কুমারগ্রাম এলাকাতেও কড়া নজরদারি রাখা হবে। প্রতিনিয়ত সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করা হচ্ছে। করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য, ভাইরাল ভিডিওতে শোরগোল হরিশ্চন্দ্রপুরে
Read more