ফেশ্যাবাড়ি: মাথাভাঙ্গা-২ ব্লকের প্রেমেরডাঙ্গায় অজানা জ্বরে আতঙ্ক ছড়িয়েছে। প্রেমেরডাঙ্গা সংলগ্ন খট্টিমারি গ্রামে পৌঢ় রণজিৎ দেবসিংহ(৫৫) জ্বর নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হন। বুধবার সেখানেই তাঁর স্ক্রাব টাইফাস রোগের হদিস পাওয়া গিয়েছে। এদিন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও পতঙ্গবাহিত রোগ প্রতিরোধকারী দলের প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করেন। খট্টিমারি উপস্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড এনএম উমা রায় বর্মন, গ্রামীণ সম্পদ কর্মী সুপারভাইজার জয়ন্ত রাজভর ও আশা কর্মীরা আক্রান্তের বাড়িতে পৌঁছোয়। এলাকায় স্ক্রাব টাইফাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালান তাঁরা। পাশাপাশি এলাকার জ্বরে আক্রান্ত বেশ কিছু বাসিন্দার রক্তের নমুনা সংগ্রহ করেন।
গ্রামীণ সম্পদ কর্মী সুপারভাইজার জয়ন্ত রাজভর বলেন, ‘এলাকায় স্ক্রাব টাইফাসের হদিস মিলেছে। এই রোগ প্রতিরোধে এদিন এলাকায় সচেতনতা মূলক নানা কর্মসূচি চালানো হয়।’
আরও পড়ুনঃ টাকার বিনিময়ে শূকর বিতরণ, অবরোধ মহিলাদের